Principal Says

প্রফেসর মোহাম্মদ ফেরদৌস আলম, অধ্যক্ষ

সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকে এই অঞ্চলের গণমানুষের শিক্ষাবিস্তারে, সাংস্কৃতিক আন্দোলনে, মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চারে, জাতীয় ও রাষ্ট্রিক প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ কলেজের শিক্ষার্থীরা এখানে পড়াশুনা করে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির বৃহৎ কল্যাণ সাধনে যাতে অবদান রাখতে পারে সেজন্য বর্তমান কলেজ প্রশাসন, শিক্ষক, কর্মচারী এবং কলেজের সাথে সংশ্লিষ্ট সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান বিশ্বায়নের যুগ। পৃথিবী দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে, কৃত্রিমবুদ্ধিমত্তায়, 5G ও ৪র্থ শিল্পবিপ্লবের সাথে খাপ খাইয়ে চলতে হবে। এদৃষ্টিকোণ থেকে সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ Website হালনাগাদের উদ্যোগ নেয়। এ Website এর মাধ্যমে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা বিভিন্ন তথ্য পেয়ে উপকৃত হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি ৪) অর্জন, রূপকল্প ২০৪১ এবং ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়ন ও জাতীয় উন্নয়নকে তরান্বিত করতে কারিগরি ও প্রযুক্তিনির্ভর, বিজ্ঞানমনস্ক, যুক্তিশীল ও আধুনিক নাগরিক তৈরিতে মানসম্পন্ন শিক্ষার কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি ও কারিগরিবিদ্যার সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ নতুন প্রজন্ম গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের শিক্ষাবিদদের নিয়ে স্কুল ও কলেজ পর্যায়ে নতুন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণীত হয়েছে যা এখন বাস্তবায়ন হচ্ছে। এতে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সত্য, সুন্দর, কল্যাণ ও নিবিষ্ট সাধনার দিকটি সর্বাধিক বিবেচনা কর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা আগামীর বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের নাগরিকও হবে স্মার্ট। আর আধুনিক প্রযুক্তিগত ও কারিগরি জ্ঞানসম্পন্ন স্মার্ট প্রজন্ম তৈরিতে সরকারের অংশীজন হিসেবে আমরা সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ পরিবার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। মানবিক মানুষ সৃজনে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর সারথি হিসেবে আমরা এই কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা সদাজাগ্রত।